22 মার্চ, ২০২১ সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একযোগে লেনদেন শুরু NRBC BANK Limited এর আইপিও শেয়ার । N' category. Trading Code "NRBCBANK”, তথ্য সূত্র, DSE ধন্যবাদ সবাইকে।

Ipo Date News

[NRBC Bank Limited. Date 03/02/2021--09/02/2021, Lot-500 , FV-10, Offer Price per share for GP-10, Sngl Lot Pri-5000.] [Desh General Insurance Company Limited, Date 14/02/2021--18/02/2021, Lot-500 , FV-10, Offer Price per share for GP-10, Sngl Lot Pri-5000.] [Index Agro Industries Limited Date 22/02/2021--28/02/2021, Lot-100 , FV-10, Offer Price per share for GP-50, Sngl Lot Pri-5000.] ধন্যবাদ সবাইকে।

Sunday, March 21, 2021

এনআরবিসি ব্যাংকের লেনদেন শুরু কাল

 

শেয়ারনিউজ ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ সম্পন্ন করা কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন আগামীকাল সোমবার (২২ মার্চ) থেকে এন’ ক্যাটাগরিতে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইতে এনআরবিসি ব্যাংকের ট্রেডিং কোড হচ্ছে : “NRBCBANK” এবং কোম্পানি কোড হচ্ছে : ১১১৫০।


আগে গত ১৬ মার্চ কোম্পানিটির আইপিও লটারিতে বিজয়ীদের বিও হিসাবে শেয়ার জমা করা হয়েছে। ৩ মার্চ আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। আর ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।


গত ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়।


এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২০ কোটি টাকা উত্তোলনের জন্য ১২ কোটি শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।


শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।


কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.৮৬ টাকা। এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা।


আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।


শেয়ারনিউজ/ঢাকা, ২১ মার্চ ২০২১

Thursday, February 18, 2021

eGeneration Limited এর আইপিও শেয়ার লেনদেন শুরু আগামি ২৩-০২-২০২১খ্রি.তারিখ

 eGeneration Limited  এর আইপিও শেয়ার লেনদেন শুরু আগামি ২৩-০২-২০২১খ্রি.তারিখ রোজ মঙ্গলবার।  দেশের উভয় স্টকেএক্সচেঞ্জে একযোগে কোম্পানিটি 'N' category তে লেনদেন হবে। DSE-র ট্রেডিং কোড: "EGEN" এবং কোম্পানি কোড: ২২৬৫২.

Trading of the shares of eGeneration Limited will commence at DSE from February 23, 2021 under 'N' category. DSE Trading Code for eGeneration Limited is "EGEN" and DSE Company Code is 22652. 

 Source: DSE

Monday, February 8, 2021

Taufika Foods and Agro Industries Limited এর আইপিও শেয়ার লেনদেন শুরু আগামি ১০-০২-২০২১খ্রি.তারিখ

  Taufika Foods and Agro Industries Limited এর আইপিও  শেয়ার লেনদেন শুরু আগামি ১০-০২-২০২১খ্রি.তারিখ রোজ বুধবার।  দেশের উভয় স্টকেএক্সচেঞ্জে একযোগে কোম্পানিটি 'N' category তে লেনদেন হবে। DSE-র ট্রেডিং কোড: "TAUFIKA" এবং কোম্পানি কোড: ১৪২৯৬। 

Trading of the shares of Taufika Foods and Agro Industries Limited will commence at DSE from February 10, 2021 under 'N' category. DSE Trading Code for Taufika Foods and Agro Industries Limited is "TAUFIKA" and DSE Company Code is 14296



তথ্যসূত্র: DSE

Sunday, January 31, 2021

মীর আখতারের লেনদেন শুরু মঙ্গলবার ২ ফেব্রু-২০২১

 

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া মীর আখতার হোসাইন লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ০২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে,
এন’ ক্যাটাগরিভুক্ত মীর আখতার হোসাইনের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “MIRAKHTER”এবং কোম্পানি কোড হচ্ছে ১৩২৫০।


রোববার (৩১ জানুয়ারি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।


এরও আগে গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৫৬ কোটি ৮ লাখ টাকার বিপরীতে ৬১৯ কোটি ৪৪ লাখ টাকার বা ১১.০৪ গুন আবেদন জমা পড়েছে।


গত ৪ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।


কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১২৫ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার আইপিওতে ৫৪ টাকা করে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। আর বাকী ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে ৬০ টাকা করে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করে।


এর আগে ১৩ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।


মীর আখতার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।


কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩ টাকা ৬৩ পয়সা।


উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ২১ পয়সা।


কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।


শেয়ারনিউজ/ঢাকা, ৩১ জানুয়ারি ২০২১

Monday, January 18, 2021

Energypac Power Generation Limited এর আইপিও শেয়ার লেনদেন শুরু আগামিকাল ১৯জানুয়ারী, ২০২১।

 

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি আগামীকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “EPGL”। আর কোম্পানি কোড হবে ১৫৩২২।

 লেনদেনের অপেক্ষায় থাকা এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির মুনাফা হয়েছে ৬ কোটি ৬৪ লাখ টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৪ টাকা। এর আগের বছরের একই সময়ে কোম্পানির মুনাফা ছিল ১৩ কোটি ১৬ লাখ টাকা। আর ইপিএস ছিল ০.৮৮ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০২০ সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ০.৩৫ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০.৪৩ টাকা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়ায় ৪৭.৬৪ টাকা।

 

Thursday, January 14, 2021

Mir Akhter Hossain Limited আইপিও লটারি ২১ জানুয়ারি

  

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া মীর আক্তার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আইপিও লটারি আগামী ২১ জানুয়ারি হতে পারে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মতি দিলে কোম্পানিটি ওইদিন লটারি অনুষ্ঠান সম্পন্ন করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।


বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং সম্পন্ন করা মীর আক্তার হোসাইন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হয় ২৪ ডিসেম্বর। যা চলে ৩০ ডিসেম্বর পর্যন্ত।


এর আগে গত ০৪ নভেম্বর কমিশনের ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। মীর আক্তার কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।


উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।


কোম্পানিটির ৩০ জুন ২০২৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.৩২ টাকা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪.৭১ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩.৬৩ টাকা।


উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬.২১ টাকা।


শেয়ারনিউজ; ১৩ জানুয়ারি ২০২১

Friday, January 8, 2021

eGeneration Limited আইপিও আবেদন শুরু ১২ জানুয়ারি


 eGeneration Limited:

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ই-জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে। যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


এর আগে গত বছরের ২১ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৫তম নিয়মিত সভায় এ কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।


সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৫০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৫ কোটি টাকা তুলবে। যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধ, ডিজিটাল হেলথকেয়ার প্লাটফর্ম উন্নয়ন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।


৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) রয়েছে ২০.৫৬ টাকা।


উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Wednesday, January 6, 2021

আইপিও শেয়ার যেভাবে বরাদ্দ পাবে আবেদনকারীরা

 

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সকল আবেদনকারীকে আনুপাতিক হারে শেয়ার দেয়া হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সর্বনিম্ন চাদাঁর পরিমাণ নির্ধারণ করা হলেও সর্বোচ্চ পরিমাণ বেধেঁ দেয়া হয়নি।


আইপিও শেয়ারে সর্বোচ্চ সীমা বেধেঁ না দেওয়ায় অনেকে মনে করছেন বড় বিনিয়োগকারীরা এক বিও থেকেই অনেক টাকার আবেদন করবেন এবং আনুপাতিক হারে তারা বেশি শেয়ার পেয়ে যাবেন। এই নিয়মের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে কিছুই পাবে না। কারণ তারা বড়দের সঙ্গে চাদাঁ প্রদান করে পারবে না। তাই নতুন নিয়ম করে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজার থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে বলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়াতে শুরু করেন।


গত ৩১ ডিসেম্বর কমিশনের সভা শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১০ হাজার টাকার বা উহার গুণিতক আবেদন করতে হবে। আর এখানেই যত সমস্যা তৈরী হয়।


এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, যেকোন কোম্পানির আইপিওতে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য প্রথমে ১০ হাজার টাকার চাদাঁকে বিবেচনায় নেওয়া হবে। অর্থাৎ ১০ হাজার টাকা করে বিবেচনায় নিয়ে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। এরপরেও যদি শেয়ার থাকে, তাহলে ওই থেকে যাওয়া অংশটুকু বেশি টাকার আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে দেওয়া হবে।


আগামি ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে আইপিওতে আবেদনের জন্য সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।


শেয়ারনিউজ; ০৫ জানুয়ারি ২০২১

Monday, November 16, 2020

DOMINAGE STEEL BUILDING SYSTEM LTD. Digital IPO Lottery Live


প্রকাশ থাকে যে, Dominage Steel Building System Ltd  এর আইপিও লটারি আজ  ১৬/১১/২০২০ তারিখ সকাল ১১টায় শুরু।

Saturday, November 16, 2019

সেকেন্ডারি এবং আইপিও কোম্পানির লেনদেনে নতুন সার্কিট ব্রেকার

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে চালু হচ্ছে নতুন সার্কিট ব্রেকার। সেকেন্ডারি এবং আইপিও অর্থাৎ প্রাইমারি মার্কেটের জন্য সার্কিট ব্রেকারের নিয়ম তৈরি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর নতুন নিয়ম অনুযায়ী সার্কিট ব্রেকার কার্যকর করতে ঢাকা এবং চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পুঁজিবাজারে শেয়ার দর কত পর্যন্ত বাড়তে পারবে বা কমতে পারবে তার একটি লিমিট দেওয়া হয়ে থাকে যাকে সার্কিট ব্রেকার বলে। সেকেন্ডারি মার্কেটে শেয়ার দর ২০০ টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ১০%। অর্থাৎ যেসব সিকিউরিটিজের দর ২০০ টাকা পর্যন্ত সেগুলোর দর সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারবে বা কমতে পারবে।
এছাড়া ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত যেসব সিকিউরিটিজের দর রয়েছে সেগুলোর ক্ষেত্রে ৮.৭৫% সার্কিট ব্রেকার কার্যকর হবে। ৫০০ থেকে ১০০০ টাকার শেয়ার দরের কোম্পানিগুলোর জন্য সার্কিট ব্রেকার ৭.৫০%। এছাড়া ১০০০-২০০০ পর্যন্ত ৬.২৫% এবং ২০০০-৫০০০ টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার ৫% কার্যকর হবে। যেসব শেয়ার দর ৫০০০ টাকার ঊর্ধ্বে সেগুলোর জন্য সার্কিট ব্রেকার ৩.৭৫% কার্যকর হবে।
এদিকে, প্রাইমারি মার্কেট থেকে অর্থাৎ আইপিও’র কোম্পানির স্টক এক্সচেঞ্জের লেনদেনের প্রথম দিনে ৫০% সার্কিট ব্রেকার বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয় দিনে সার্কিট ব্রেকার হবে আগের দিনের শেয়ার দরের ৫০%। তৃতীয় দিন থেকে ‍পুঁজিবাজারের অন্যান্য কোম্পানির মতো সার্কিট ব্রেকার কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ১৩ মে সার্কিট ব্রেকার সংক্রান্ত যে নির্দেশনা ছিল তা বাতিল করেছে কমিশন।
শেয়ারনিউজ;১৬ নভেম্বর ২০১৯