22 মার্চ, ২০২১ সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একযোগে লেনদেন শুরু NRBC BANK Limited এর আইপিও শেয়ার । N' category. Trading Code "NRBCBANK”, তথ্য সূত্র, DSE ধন্যবাদ সবাইকে।

Ipo Date News

[NRBC Bank Limited. Date 03/02/2021--09/02/2021, Lot-500 , FV-10, Offer Price per share for GP-10, Sngl Lot Pri-5000.] [Desh General Insurance Company Limited, Date 14/02/2021--18/02/2021, Lot-500 , FV-10, Offer Price per share for GP-10, Sngl Lot Pri-5000.] [Index Agro Industries Limited Date 22/02/2021--28/02/2021, Lot-100 , FV-10, Offer Price per share for GP-50, Sngl Lot Pri-5000.] ধন্যবাদ সবাইকে।

Sunday, January 31, 2021

মীর আখতারের লেনদেন শুরু মঙ্গলবার ২ ফেব্রু-২০২১

 

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া মীর আখতার হোসাইন লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ০২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে,
এন’ ক্যাটাগরিভুক্ত মীর আখতার হোসাইনের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “MIRAKHTER”এবং কোম্পানি কোড হচ্ছে ১৩২৫০।


রোববার (৩১ জানুয়ারি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া শেয়ার বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারি কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়।


এরও আগে গত ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত ৫৬ কোটি ৮ লাখ টাকার বিপরীতে ৬১৯ কোটি ৪৪ লাখ টাকার বা ১১.০৪ গুন আবেদন জমা পড়েছে।


গত ৪ নভেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।


কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১২৫ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি সাধারণ শেয়ার আইপিওতে ৫৪ টাকা করে ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৬ কোটি ৮ লাখ ৩৩ হাজার ২০০ টাকা উত্তোলন করবে। আর বাকী ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে নিলামের মাধ্যমে ৬০ টাকা করে ৬২ কোটি ৩১ লাখ ৪৮ হাজার টাকা উত্তোলন করে।


এর আগে ১৩ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।


মীর আখতার হোসেন বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা উত্তোলন করে কোম্পানিটি সরঞ্জামাদি ও যন্ত্রপাতি ক্রয়সহ ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।


কোম্পানিটির ৩০ জুন ২০১৯ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ৩২ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির যথাক্রমে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য )পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৩৪ টাকা ৭১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) হয়েছে ৩৩ টাকা ৬৩ পয়সা।


উল্লেখ্য ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ২১ পয়সা।


কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।


শেয়ারনিউজ/ঢাকা, ৩১ জানুয়ারি ২০২১

No comments:

Post a Comment