22 মার্চ, ২০২১ সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একযোগে লেনদেন শুরু NRBC BANK Limited এর আইপিও শেয়ার । N' category. Trading Code "NRBCBANK”, তথ্য সূত্র, DSE ধন্যবাদ সবাইকে।

Ipo Date News

[NRBC Bank Limited. Date 03/02/2021--09/02/2021, Lot-500 , FV-10, Offer Price per share for GP-10, Sngl Lot Pri-5000.] [Desh General Insurance Company Limited, Date 14/02/2021--18/02/2021, Lot-500 , FV-10, Offer Price per share for GP-10, Sngl Lot Pri-5000.] [Index Agro Industries Limited Date 22/02/2021--28/02/2021, Lot-100 , FV-10, Offer Price per share for GP-50, Sngl Lot Pri-5000.] ধন্যবাদ সবাইকে।

Sunday, March 21, 2021

এনআরবিসি ব্যাংকের লেনদেন শুরু কাল

 

শেয়ারনিউজ ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ সম্পন্ন করা কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন আগামীকাল সোমবার (২২ মার্চ) থেকে এন’ ক্যাটাগরিতে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইতে এনআরবিসি ব্যাংকের ট্রেডিং কোড হচ্ছে : “NRBCBANK” এবং কোম্পানি কোড হচ্ছে : ১১১৫০।


আগে গত ১৬ মার্চ কোম্পানিটির আইপিও লটারিতে বিজয়ীদের বিও হিসাবে শেয়ার জমা করা হয়েছে। ৩ মার্চ আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। আর ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।


গত ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়।


এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২০ কোটি টাকা উত্তোলনের জন্য ১২ কোটি শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।


শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।


কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.৮৬ টাকা। এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা।


আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এএফসি ক্যাপিটাল লিমিটেড।


শেয়ারনিউজ/ঢাকা, ২১ মার্চ ২০২১

No comments:

Post a Comment